দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ সোমবার ত্রিপুরায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপরে আক্রমণের ঘটনায় দফায় দফায় কোচবিহারে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার দুই নাম্বার ব্লক রাজারহাটে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। সেইসঙ্গে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়কের ওপর বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাজারহাট অঞ্চল সভাপতি মতিলাল দত্ত বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ওপর আক্রমণের প্রতিবাদে গোটা বাংলা স্বরূপ হয়েছে। আমরাও তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পতাকা উড্ডীন হবে।' একইসঙ্গে এদিন তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কোচবিহার দাস ব্রাদার্স চৌপথি তে বিক্ষোভ কর্মসূচি এবং কুশপুতুল দাহ করা হয় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার বলেন, 'ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ওপর যে বর্বোরোচিত আক্রমণ হয়েছে তার তীব্র ধিক্কার জানাই। ত্রিপুরার মানুষ অবশ্যই জবাব দেবে ইভিএমএ। আজকের বিক্ষোভ কর্মসূচি শেষ নয়, সন্ত্রাস রুখতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তৃণমূল ছাত্র পরিষদ লাগাতার আন্দোলন করে যাবে' ।