নিজস্ব সংবাদদাতা: ৩০/৪০ টি হতির দল রাতে কংসাবতী নদী পেরিয়ে বুধবার সকালে গুপ্তমনি ও খেমাশুলির মাঝামাঝি NH6 বম্বে রোড পেরিয়ে সাঁকরাইল ব্লকের জটিয়ার জঙ্গলের দিকে যায়। যার ফলে ছয় নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হাতির দল টি ছয় নম্বর জাতীয় সড়ক পেরিয়ে যাওয়ার পর ছয় নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। ওই ঘটনার ফলে ঝাড়গ্রাম ব্লকের গুপ্তমনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন দফতর এর পক্ষ থেকে ওই এলাকার গ্ৰামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাতিকে বিরক্ত করবেন না এবং কৌতুহল বশত হাতি পর্যবেক্ষণ করতে জঙ্গলে প্রবেশ করবেন না বলে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক করেছে বন দফতর।
জটিয়ার জঙ্গলে মোট হাতি 75 থেকে 80 টি হাতি রয়েছে। অপরদিকে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের বড়শোল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একদল হাতি। যার ফলে হাতির হামলার আশঙ্কা দেখা দিয়েছে জামবনি ব্লকের বিভিন্ন এলাকায়।