নিজস্ব সংবাদদাতাঃ এবার অবৈধ খনি মামলায় ইডি সমন পাঠাল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। জানা গিয়েছে, তাঁকে ৩ নভেম্বর অবৈধ খনন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাঁচি-ভিত্তিক অফিসে হাজির হতে বলেছে বলেছে। সূত্র মারফত এমনটাই শোনা গিয়েছে। সম্প্রতি, ইডি এই মামলায় সোরেনের ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্র এবং আরও দুজনকে গ্রেপ্তার করেছিল। চলতি বছরের ৮ জুলাই পঙ্কজ মিশ্র ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে যুক্ত ১৯টি জায়গায়ও হানা দেয় ইডি। ইডি দাবি করেছিল যে মিশ্রের বাড়ি থেকে হেমন্ত সোরেনের ব্যাংক পাসবুক এবং তার স্বাক্ষরিত চেক বই উদ্ধার করা হয়েছে। সংস্থাটি আরও দাবি করেছে যে এখনও পর্যন্ত তারা অবৈধ খননের সাথে সম্পর্কিত ১,০০০ কোটি টাকারও বেশি অর্থের অপব্যবহার চিহ্নিত করেছে।