নিজস্ব সংবাদদাতাঃ বার্সেলোনার কোচ নিয়ে জল্পনা। সম্প্রতি জাভিকে তথা বার্সা কোচকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফুটবল মহলে গুঞ্জন, বার্সেলোনা টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় রয়েছে মাইকেল আর্তেতার নাম। আর্তেতা এখন আর্সেনালের কোচ। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগ ক্রম তালিকার সবার ওপরে রয়েছে আর্সেনাল। প্রশংসিত হচ্ছে আর্তেতার কোচিং। আর্তেতা অতীতে পেপ গুয়ার্দিওলার সঙ্গে কাজ করেছেন।