দূষণ রুখতে ফের Work From Home-এর পরামর্শ মন্ত্রীর

author-image
Harmeet
New Update
দূষণ রুখতে ফের Work From Home-এর পরামর্শ মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে রাজধানী দিল্লিতে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া দুরহ হয়ে উঠছে। ক্রমে বেড়েই চলেছে দূষণের মাত্রা। এহেন অবস্থায় দিল্লির মন্ত্রী গোপাল রাই দিল্লিবাসির কাছে বিশেষ আবেদন করলেন। 







তিনি জানিয়েছেন, 'আমি জনগণের কাছে আবেদন করছি, যদি সম্ভব হয় বাড়ি থেকে কাজ করুন এবং প্রাইভেট গাড়ি বের করা থেকে বিরত থাকুন। দূষণের শতকরা ৫০ ভাগই হয় যানবাহন থেকে। মানুষের আতশবাজি ফাটানো উচিত নয়। পাঞ্জাবে খড় পোড়ানো হচ্ছে কেন্দ্রের কারণে, কারণ তারা পাঞ্জাব সরকারকে সমর্থন করে না, কৃষকদের এটি বন্ধ করার জন্য।'