নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন, তুরস্ক এবং জাতিসংঘ আজ অর্থাৎ বুধবার কৃষ্ণ সাগরের শস্য করিডোরে কোনও জাহাজ চলাচলের পরিকল্পনা না করার বিষয়ে একমত হয়েছে। জাতিসংঘ সচিবালয়ের বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ ও তুর্কি দল মঙ্গলবার বহির্মুখী জাহাজগুলোতে ৩৬টি পরিদর্শন করেছে। তারা আরও দুটি জাহাজ পরিদর্শন করার চেষ্টা করেছিল, কিন্তু ধোঁয়াযুক্ত কার্গো সম্পর্কিত সমস্যাগুলোর কারণে প্রক্রিয়াটি সংক্ষিপ্ত করা হয়েছিল। পরিদর্শনের প্রতিবেদনগুলো ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে শেয়ার করা হবে। বিবৃতিতে বলা হয়, 'জাতিসংঘ সচিবালয় পুনর্ব্যক্ত করেছে যে, যৌথ সমন্বয় কেন্দ্রে বাস্তবায়ন কার্যক্রমে রুশ ফেডারেশনের অংশগ্রহণ স্থগিত করার পর যে আন্দোলন ও পরিদর্শন করা হয়েছে তা একটি সাময়িক ও অসাধারণ পদক্ষেপ।'