১০০ বছর বয়সে ভোটে লড়ছেন তিনি

author-image
Harmeet
New Update
১০০ বছর বয়সে ভোটে লড়ছেন তিনি

নিজস্ব সংবাদদাতাঃ নেপালের নাগরিক টিকা দত্ত পোখারেল। বয়স ১০০ বছর ছুঁয়েছে তাঁর। তবে বয়সের ভার তাঁকে দমাতে পারেনি। এই বয়সে জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে শোরগোল ফেলে দিয়েছেন টিকা দত্ত। তাও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী প্রার্থী পুষ্প কমল দাহাল প্রচণ্ডের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটে লড়ছেন তিনি। টিকা দত্তের বাড়ি নেপালের চতুর্থ বৃহত্তম জেলা গোর্খায়। ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে গোর্খা-২ সাংবিধানিক আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। টিকা দত্ত রাজনৈতিক দল নেপাল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র মঞ্জুর করেছে। এবারের নির্বাচনে তাঁর প্রতীক বদনা।