নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে সম্প্রতি ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। অভিযোগ উঠেছে এসব ড্রোন সরবরাহ করেছে ইরান। যদিও ইরান ও রাশিয়া উভয়ই এ অভিযোগ অস্বীকার করে আসছে। শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে ইরানের কথিত এই ড্রোন চুক্তির পেছনে কোন বিষয়গুলো কাজ করতে পারে, তা নিয়ে একটা ধারণা পাওয়া গেছে। জানা গিয়েছে, ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা জোরদার চলমান এই যুদ্ধে তিনটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। প্রথমত, রাশিয়াকে অস্ত্র সহযোগিতায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, রাশিয়ার নিজস্ব ক্ষেপণাস্ত্র মজুত অনেক বেশি কমে এসেছে বলে শক্তিশালী ইঙ্গিত মিলছে। তৃতীয়ত, এ ধরনের হামলার তীব্রতা বাড়ায় সেটা ঠেকাতে পশ্চিমা মিত্রদের সাহায্যের দরকার হবে ইউক্রেনের।