নিজস্ব সংবাদদাতাঃ ইরানের তেহরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার জন্য প্রায় এক হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীদের হত্যা, অগ্নিসংযোগ সহ ‘নাশকতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগ করা হয়েছে। তেহরানের প্রধান কৌঁসুলি এবং বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেই এ সংখ্যা প্রকাশ করেছেন। সোমবার ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেই বলেন, "শুধু তেহরানেই এক হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। চলতি সপ্তাহে তাঁদের বিরুদ্ধে বিচার শুরু হবে।" তিনি আরও বলেছেন, 'সাম্প্রতিক সহিংসতার ঘটনায় হওয়া মামলাগুলো দ্রুত ও যথার্থতার সঙ্গে সম্পন্ন করা হবে।'