তুরস্কের সঙ্গে আলোচনা ইউক্রেনের

author-image
Harmeet
New Update
তুরস্কের সঙ্গে আলোচনা ইউক্রেনের

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার তরফে খাদ্যশস্য চুক্তি স্থগিতের ঘোষণার পর তুরস্কের সঙ্গে আলোচনা করেছে ইউক্রেন। মঙ্গলবার ফোনে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের অন্তত দুই জন মন্ত্রী। এ সময় তারা বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। এদিন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং অবকাঠামোমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। ফোনালাপে হুলুসি আকর বলেন, 'খাদ্যশস্যের চালান সম্পূর্ণ মানবিক একটি বিষয়। ফলে এটিকে সংঘাত থেকে আলাদা রাখা উচিত।' শস্য চুক্তির সর্বশেষ পরিস্থিতিও পর্যালোচনা করেন দুই দেশের মন্ত্রীরা। এই চুক্তির আওতায় তুরস্কের প্রণালী হয়ে এ পর্যন্ত প্রায় ১০ মিলিয়ন টন খাদ্যশস্য পরিবহন করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেন, "খাদ্যশস্য সংক্রান্ত এই চুক্তির স্থায়িত্ব অপরিহার্য। কেননা, এটি খাদ্য সংকটের কবল থেকে বিশ্বকে রক্ষায় বড় অবদান রেখেছে। একইসঙ্গে এই চুক্তি প্রমাণ করেছে যে, সহযোগিতা ও আলোচনার মাধ্যমে বহু সমস্যার সমাধান করা সম্ভব।"