মোরবি আতঙ্ক, কর্ণাটকের ঝুলন্ত সেতু থেকে গাড়িসুদ্ধ পর্যটককে নামালেন স্থানীয়রা

author-image
Harmeet
New Update
মোরবি আতঙ্ক, কর্ণাটকের ঝুলন্ত সেতু থেকে গাড়িসুদ্ধ পর্যটককে নামালেন স্থানীয়রা

নিজস্ব সংবাদদাতাঃ  গুজরাটের মোরবি সেতু ভেঙে পড়ার পর উত্তেজনা অব্যাহত প্রায় গোটা দেশ জুড়ে। যত সময় গড়াচ্ছে, তত বাড়ছে মোরবি সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা। মোরবি সেতু ভাঙার আতঙ্ক যখন অব্যাহত, সেই সময় কর্ণাটকে ঝুলন্ত সেতু থেকে পর্যটকের গাড়ি নামিয়ে দিলেন স্থানীয়রা। উত্তর কর্ণাটকের ইয়াল্লাপুরায় শিবপুরা ঝুলন্ত সেতুতে এক পর্যটক মঙ্গলবার গাড়ি নিয়ে উঠে পড়েন। যা চোখে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিবপুরা ঝুলন্ত সেতু থেকে ওই পর্যটক যাতে গাড়ি নিয়ে নেমে পড়েন, সে বিষয়ে তোড়জোড় শুরু করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে গাড়িসুদ্ধ ওই পর্যটককে ঝুলন্ত সেতুর উপর থেকে নামিয়ে দেওয়া হয়। 


জানা গিয়েছে, মারুতি সুজুকি ৮০০ নিয়ে শিবপুরা ঝুলন্ত সেতুর উপর পর্যটক উঠতেই, তাঁর রাস্তা আটকে দেন স্থানীয়রা। স্থানীয়দের সঙ্গে এরপর পর্যটকের বচসা শুরু হয়। স্থানীয়রা এরপর কার্যত জোর করে মহারাষ্ট্রের বাসিন্দা ওই পর্যটককে শিবপুরা ঝুলন্ত সেতুর উপর থেকে নামিয়ে দেন।