নিজস্ব সংবাদদাতাঃ গ্রিসে ডুবে গেল একটি শরণার্থী বোঝাই নৌকা। এর ফলে নিখোঁজ হয়েছেন বহু মানুষ। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গ্রিস ও তুরস্কের মাঝে অবস্থিত এজিয়ান সাগরের ইভিয়া ও অ্যান্ড্রোস দ্বীপের মধ্যবর্তী স্থানে। সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে শরণার্থীদের নিয়ে একটি নৌকা তুরস্ক থেকে গ্রিসের দিকে যাওয়ার সময়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা সমুদ্রে তল্লাশি চালিয়ে ৯ জন শরণার্থীকে উদ্ধার করেছেন। তাঁরা প্রত্যেকে গ্রিসের রাজধানী থেকে পূর্বদিকে অবস্থিত দুটি দ্বীপের মধ্যখানে অবস্থিত একটি পাথরের উপর অচৈতন্য অবস্থায় পড়েছিলেন।
গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, তুরস্ক উপকূলের ইজমির এলাকা থেকে ৬৮ জন শরণার্থী নিয়ে ওই নৌকাটি আসছিল। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা একটি জাহাজ, একটি হেলিকপ্টার ও দুর্ঘটনাস্থলের কাছে থাকা দুটি নৌকা নিয়ে তল্লাশির কাজ শুরু করে। সেসময় ঝড়ো হাওয়া চলছিল বলে কাজে ব্যাঘাত ঘটে। তবুও ৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও তল্লাশি চালানো হচ্ছে। মঙ্গলবার খুব ভোরে ওই শরণার্থীদের মধ্যে থেকে একটি ফোন কল আসে গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর কাছে। তাতে বলা হয়, তাঁদের নৌকা বিপদে পড়েছে। যদিও কোথায় সেটা বলতে পারেনি তাঁরা।