নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী গুজরাটের মোরবিতে কেবল সেতু ধসে পড়ার স্থান পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী মোদী আজ মোরবিতে তারের সেতু ধসে পড়ার দুর্ঘটনার সময় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে জড়িত ব্যক্তিদের সাথে দেখা করেছিলেন। উল্লেখ্য, মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩৫ জন। এদিকে দুর্ঘটনার দায় কার? উঠছে প্রশ্ন।