অলিম্পিকে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে পদক জেতার নজির কুইনের

author-image
Harmeet
New Update
অলিম্পিকে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে পদক জেতার নজির কুইনের

​নিজস্ব সংবাদদাতাঃ অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবার এক ট্রান্সজেন্ডারের পদক জেতার নজির। এর আগে অলিম্পিকের মঞ্চে যা কখনও হয়নি, তাই এ বার দেখল দুনিয়া। কানাডার মহিলা ফুটবল দলের সদস্য কুইন দেশের হয়ে পদক জেতার নজির গড়লেন। এরই সঙ্গে তৈরি হল ইতিহাসও। মেয়েদের ফুটবলে ফাইনালে উঠেছে কানাডা। সেমিফাইনালে হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। শুক্রবার সুইডেনের বিরুদ্ধে ফাইনাল খেলবে কানাডার মেয়েরা। দেশের হয়ে ইতিমধ্যেই রুপো নিশ্চিত করে ফেলেছেন কুইন। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারানোর পর তিনি বলেন, ‘জেতার পরই সবাই আমাকে মেসেজ করে অভিবাদন জানায়। তারপরই জানতে পারি যে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে পদক জেতার নজির গড়লাম আমি। আমার জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল এই খেলাধূলা। খেলাধূলার প্রতি ভালোবাসার জন্যই আজ আমি এখানে এসে পৌঁছেছি।’