পূজোর ছুটির পর কলেজ খোলার প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল কেশপুর, ছাত্রের রক্তে ভিজলো রাজপথ

author-image
Harmeet
New Update
পূজোর ছুটির পর কলেজ খোলার প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল কেশপুর, ছাত্রের রক্তে ভিজলো রাজপথ


দিগ্বিজয় মাহালী: সবে ছুটি কাটিয়ে পুজোর পর মঙ্গলবার কলেজের পঠন-পাঠন শুরু হয়েছে। আর প্রথম দিনেই কলেজের মধ্যে আক্রান্ত হল ছাত্ররা। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের দিকে। জানা গিয়েছে, মঙ্গলবার কলেজ খোলার পর কলেজে এসে বেশ কয়েকজন ছেলে প্রিন্সিপালের রুমের সামনে দাপাদাপি করে বেড়াচ্ছিল। তারপরে অপর একটি গোষ্ঠীর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এসে পৌঁছায় কলেজে। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের কেশপুর কলেজ ইউনিটের সভাপতি শেখ বেলালের দিকে। জানা গিয়েছে, বেলাল তার দল নিয়ে উপস্থিত হয়ে কলেজের সংসদে থাকা ব্যাট এবং উইকেট হাতে নিয়ে অপর গোষ্ঠীর ছাত্রদের বেধরক্কা মারধর করে। এই ঘটনায় ৭ থেকে ৮ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতরা কেশপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।