নিজস্ব সংবাদদাতা: বছর তিনেক আগে প্রথম বিপর্যয়ে ভেঙে পড়া ২৩টি বাড়ি নির্মাণের শর্ত চূড়ান্ত করে শনিবার দরপত্র ডেকেছে মেট্রো। মেট্রো সূত্রের খবর, এর জন্য বরাদ্দ হয়েছে ১৯ কোটি ৭৬ লক্ষ টাকা। আগামী ৩০ নভেম্বর দরপত্র খোলার পরে ঠিকাদার সংস্থা চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হবে। প্রায় ৭৫ হাজার বর্গফুট এলাকায় নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এই দরপত্রে বলা রয়েছে, নির্মাণকাজ শেষ হলে পরের তিন বছর পর্যন্ত বাড়িগুলির রক্ষণাবেক্ষণের ভারও থাকবে মেট্রোর উপরেই।