সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: রাতভর বুনো হাতি তান্ডব চালিয়ে ভাঙচুর করল ৪ টি বাড়ি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা-বাগানের শাল লাইন এলাকায়। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, সোমবার গভীর রাতে এলাকায় দুটো বুনো হাতি আচমকাই ঘর ভাঙচুর করতে থাকে। কোনো মতে প্রাণে বেঁচে যায় ঘরে থাকা সদস্যরা। এরপর ঘরে মজুত রাখা সমস্ত চাল,আটা খেয়ে ভোরের আলো ফুটতেই চম্পট দেয় হাতিরা। অন্যদিকে দলগাঁও রেঞ্জের অশেষ পাল বলেন, "এখনো পর্যন্ত বাড়ির সদস্যরা অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে বনকর্মীরা ঘটনা স্থলে তদন্ত করতে যাবে।"