নিজস্ব সংবাদদাতা: এবার লালবাজারের পক্ষ থেকে নয়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রযুক্তির উপর নির্ভর করে বেপরোয়া, হেলমেটহীন মোটরবাইক আরোহীদের শায়েস্তা করতে মাঠে নামছে কলকাতা পুলিশ। এইসব চালককে হাতেনাতে পাকড়াও করে ‘কেস’ দেওয়া এখন অতীত। এখন অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরার সাহায্যে আইন ভঙ্গকারীদের সরাসরি উচিত শিক্ষা দিতে তৎপর হচ্ছে লালবাজার। লালবাজার সূত্রে খবর, এই অত্যাধুনিক ক্যামেরা লাগানোর জন্য শহরের ১১১টি জায়গা ইতিমধ্যেই চিহ্নিত করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। তাতে রয়েছে ‘উইদাউট হেলমেট টু হুইলার ডিটেকশন সেন্সর’। ক্যামেরায় ওঠা ছবি স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলে যাবে ট্রাফিক কন্ট্রোল রুমে। আর তারপরই জরিমানার চালান চলে যাবে মোটরবাইক চালকের মোবাইলে।