নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার সকালেই মিলেছিল গুরুতর সংবাদ। আগুন লেগেছিল ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খানের রেস্তরাঁ থাকা ভবনটিতে। পুনেতে তাঁর রেস্তরাঁ রয়েছে। বিল্ডিঙয়ের ওপরের তলায় আগুন লেগেছিল বলে জানা গিয়েছিল। এক তলায় জাহির খানের রেস্তরাঁ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল দমকলের ৬টি ইঞ্জিন।