টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিলেন ইলন মাস্ক

author-image
Harmeet
New Update
টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিলেন ইলন মাস্ক

নিজস্ব সংবাদদাতাঃ টুইটারের ওপর নিজের নিয়ন্ত্রণ আরও পোক্ত করলেন ইলন মাস্ক। তিনি টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন। জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা কিনে নেন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এতে তিনি টুইটারের একমাত্র পরিচালক হয়েছেন। এর আগে টুইটারের পরিচালক ছিলেন নয়জন। পরিচালনা পর্ষদ থেকে বিদায় নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন টুইটার বোর্ডের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল। নতুন মালিক হিসেবে ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, টুইটার নিল টিক অর্থাৎ, প্রকৃত টুইটার ব্যবহারকারীর প্রোফাইল যাচাই করার বিষয়টি আবার খতিয়ে দেখা হবে। টুইটারে ভেরিফায়েড থাকতে ২০ মার্কিন ডলার অর্থ নিতে পারে টুইটার এমন কথাও বিভিন্ন খবরে উঠে এসেছে। বর্তমানে নীল রঙের টিক পেতে কোনো অর্থ খরচ করতে হয় না।