নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বলেছেন, ইউক্রেনের ওপর মস্কোর নতুন করে যে হামলা চালানো হয়েছে, তা আংশিকভাবে শনিবার ক্রিমিয়ার সেভাস্তোপোল শহরে রাশিয়ার নৌবহরের ওপর হামলার প্রতিক্রিয়া।সোমবারের এই হামলা ক্রিমিয়ায় শনিবারের ড্রোন হামলার প্রতিক্রিয়া কিনা জানতে চাইলে পুতিন বলেন, "কিছুটা হলেও তাই। কিন্তু আমরা শুধু এটুকুই করতে পারতাম না।" ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, 'আলোচনায় প্রস্তাব দেওয়া শুরু করতে হলে সবার আগে আলোচনা হওয়া দরকার। এবং আপনার জাতীয় লক্ষ্য অর্জনের জন্য টেবিলে আপনার আলোচনার অবস্থানটি আগে থেকে স্থাপন করা সর্বদা যুক্তিযুক্ত নয়।' তিনি আরও বলেন, "কিন্তু চুক্তি অর্জনের জন্য, আপনাকে আলোচনার টেবিলে বসতে হবে এবং আলোচনা করতে হবে।"