নিজস্ব সংবাদদাতাঃ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বলেছেন, ইউক্রেনের সঙ্গে কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ শস্য রপ্তানি চুক্তিতে রাশিয়া তাদের অংশগ্রহণ স্থগিত করছে কিন্তু 'শেষ' করছে না। মানবিক করিডোরের জন্য 'হুমকি সৃষ্টি' করার পর রাশিয়ার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সোচি শহরে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, "ইউক্রেনের ভূখণ্ড থেকে শস্য রফতানির পুরো প্রক্রিয়াটি দরিদ্রতম দেশগুলোর স্বার্থ নিশ্চিত করার অজুহাতে সংগঠিত হয়েছিল। আর আমরা দরিদ্রতম দেশগুলোর স্বার্থেই এটা করেছি।"