নিজস্ব সংবাদদাতাঃ সোমবার রাত ১টা ১৫ মিনিট নাগাদ পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৮। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ৩০৩ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল মাটির ১২০ কিলোমিটার নীচে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।