নিজস্ব সংবাদদাতাঃ জার্মানি ইউক্রেনের সঙ্গে জাতিসংঘের মধ্যস্থতায় শস্য রপ্তানি চুক্তিতে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে এবং মস্কোর বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র করার অভিযোগ করেছে। সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রেইট সোমবার বলেন, 'শস্য সরবরাহ স্থগিত করে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অত্যন্ত ঘৃণ্য। এছাড়া রাশিয়াকে তাদের অংশগ্রহণ পুনরায় শুরু করতে এবং চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে।' সরকারি মুখপাত্র আন্দ্রেয়া সাসের মতে, শস্য চুক্তির ফলে বিশ্ব বাজারে সাত মিলিয়ন টনেরও বেশি শস্য উপলব্ধ হয়েছে। তিনি বলেন, "সমুদ্রপথে পরিবহন যাতে সম্ভব হয় তা নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। স্থল পরিবহন অব্যাহত রাখা হবে।"