নিজস্ব সংবাদদাতাঃ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, "রাশিয়া যদি নেভিগেশন নিরাপত্তা নিশ্চিত না করে তাহলে কৃষ্ণ সাগরে শস্য চুক্তি চালিয়ে যাওয়া খুব কমই সম্ভব। এই ধরনের পরিস্থিতি অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক।" তিনি আরও বলেন, 'এই মুহূর্তে রাশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তুরস্ক পক্ষের পাশাপাশি জাতিসংঘের সঙ্গে শস্য যোগাযোগ অব্যাহত রেখেছে।'