রাশিয়ার শস্য চুক্তি প্রত্যাহারের পরেও ইউক্রেনীয় বন্দর ছেড়ে যাচ্ছে জাহাজগুলো

author-image
Harmeet
New Update
রাশিয়ার শস্য চুক্তি প্রত্যাহারের পরেও ইউক্রেনীয় বন্দর ছেড়ে যাচ্ছে জাহাজগুলো

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের এক কর্মকর্তা বলেন, সপ্তাহান্তে জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তি থেকে রাশিয়া সরে আসা সত্ত্বেও সোমবার ১২টি জাহাজ ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ছেড়ে চলে যায়। দেশটির অবকাঠামো মন্ত্রী ওলেকসান্দার কুবরাকভ বলেন, জাতিসংঘ ও তুরস্ক জাহাজগুলো পরিদর্শন করবে- যা তুরস্কের ইস্তাম্বুল শহরের কাছে অনুষ্ঠিত হবে। মস্কোকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, আজ ১২টি জাহাজ ইউক্রেনীয় বন্দরে রয়েছে। জাতিসংঘ এবং তুরস্কের  প্রতিনিধিদল ৪০টি জাহাজ পরিদর্শন করার জন্য ১০টি পরিদর্শন দল সরবরাহ করে, যার লক্ষ্য ছিল ব্ল্যাক সি গ্রেন মাইনিয়েটিভ পূরণ করা। এই পরিদর্শন পরিকল্পনাটি ইউক্রেনীয় প্রতিনিধি দল দ্বারা গৃহীত হয়েছে।"