নিজস্ব সংবাদদাতাঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে গাড়িতে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১২০ জন হয়েছে। আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। উল্লেখ্য, দেশটিতে জঙ্গি হামলার ঘটনা দিন দিন আরও বাড়ছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সোমালিয়ায় বোমা হামলায় ৫৮৭ জন মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনার পেছনে জঙ্গি গোষ্ঠী আল শাবাব এবং আইএস জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।