New Update
নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চ জোরালো হচ্ছে। এই লংমার্চ থেকে বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীরা যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় লংমার্চ যাতে ইসলামাবাদে ঢুকতে না পারে, সেজন্য ১৪৪ ধারার আওতাধীন এলাকা বাড়িয়েছে সরকার। লাহোর থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ শুরু করেছেন গত ২৮ অক্টোবর থেকে। এই লংমার্চ রাজধানী ইসলামাবাদের দিকে আগাচ্ছে। লংমার্চ আজ সোমবার পাঞ্জাবের গুজরানওয়ালায় পৌঁছানোর কথা। চলমান এই লংমার্চে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের পিটিআইয়ের নেতা-কর্মীরা যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিন্ধুর নেতা আলী হায়দার জাইদি ঘোষণা দিয়েছেন, নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে করাচি টোল প্লাজা থেকে ইমরানের লংমার্চে যোগ দিতে যাত্রা শুরু করবেন। এই পরিস্থিতিতে ইসলামাবাদের নিরাপত্তা জোরদার আরও কিছু পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য রেড জোনের আওতা প্রায় দ্বিগুণ করা হয়েছে। রেড জোনে ১৪৪ ধারা জারি করে বলা হয়েছে, এসব এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং করা যাবে না। দেশটির পার্লামেন্ট ভবন, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এই রেড জোনের আওতায় রয়েছে। এছাড়া ইমরানের লংমার্চ ঠেকাতে ইসলামাবাদে ১৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া লংমার্চ চলাকালে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীদের হোটেল বা অতিথিশালা ভাড়া না দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
pak politics
trending news
pti chairman
long march
pakistan
former pak pm
Islamabad
police
pti
pak election
security
imran khna
latest news
Daily News