নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার অবকাশ নগরী সোচিতে আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারাবাখ অঞ্চলের বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে সোমবার এই বৈঠকের কথা রয়েছে। আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করার কথা রয়েছে। পুতিন দুই নেতার সঙ্গেই আলাদাভাবে কথা বলবেন বলে জানা গেছে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আট মাসের মাথায় দুই প্রতিবেশী দেশের সঙ্গে এই বৈঠকে বসছেন পুতিন। সোচি শহরের একটি রিসোর্টে তিন নেতার বৈঠকের কথা রয়েছে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, গত বছর রাশিয়ার মধ্যস্থতায় গৃহীত চুক্তির বাস্তবায়ন এবং এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারের জন্য আরও পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য মস্কোর তরফে জোর দেওয়া হবে।