সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: উচ্চমাধ্যমিকে প্রায় ১০০ শতাংশ পাস করলেও স্নাতকস্তরে ভর্তিতে কতটা বাড়বে আসন তা নিয়ে চিন্তায় এবছর উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আওতায় ৪৯টি কলেজ রয়েছে। পাস এবং অনার্স মিলিয়ে আসন সংখ্যা প্রায় ৬২ হাজারের কাছাকাছি। এবারে পাসের হার ভালো হওয়াতেই ভর্তি ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে ছাত্র-ছাত্রীরা। যদিও তা মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ প্রণব ঘোষ জানান, “সকলেরই লক্ষ্য থাকে ভালো কলেজে ভর্তি হওয়া। সেক্ষেত্রে নামী কলেজগুলোয় চাপ বাড়বে। কিন্তু মার্কসের ভিত্তিতে ভর্তি হলে তা হবে না। অপেক্ষাকৃত বেশী নম্বর পাওয়া পড়ুয়ারা ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে। তার চেয়ে কম নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীরা অন্য কলেজে ভর্তি হলে সমস্যা হওয়ার কথা নয়। কেননা আগের চাইতে কলেজের সংখ্যা বেড়েছে।“ কলেজ বাড়লেও এই মূহূর্তে কলেজগুলোতে আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষের দাবি, যদি শিলিগুড়ি মহকুমায় প্রতিটি কলেছে ছাত্র-ছাত্রীরা সমানভাবে ভর্তি হয় তাহলে কোনও সমস্যা হবে না। কেননা প্রতিবারই শিলিগুড়ি কলেজের ওপর চাপ বাড়ে। অনেকেরই শিলিগুড়ি কলেজ থেকে স্নাতক পাস করার ইচ্ছে থাকে। কিন্তু মহকুমার অন্য কলেজগুলোয় পাস এবং অনার্সের আসন ফাঁকাই থাকে।এখনও পর্যন্ত এবারে পাস এবং অনার্সে আসন সংখ্যা বাড়েনি। নতুন নির্দেশিকাও আসেনি। আজ থেকে আগামী ২০ আগস্ট পর্যন্ত শিলিগুড়ি মহকুমার প্রতিটি কলেজের অনলাইন পোর্টাল খোলা থাকবে। আবেদনের সংখ্যার প্রেক্ষিতে পরবর্তীতে কী সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয়, সেদিকে নজর রাখবে কলেজগুলো। সূত্রের পাওয়া খবর অনুযায়ী পাস এবং অনার্সে আসন বাড়ানোর দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আওতায় আলিপুরদুয়ারে ১০টি, দার্জিলিং জেলায় ২১টি, জলপাইগুড়িতে ১১টি, কালিম্পংয়ে ৪টি, উত্তর দিনাজপুরের ২টি এবং কোচবিহারের ১টি কলেজ রয়েছে।