নিজস্ব সংবাদদাতাঃ কিয়েভ ও মস্কোর মধ্যে সংঘাত বন্ধে শান্তিপূর্ণ সমাধান চাইলে পশ্চিমা শক্তিধর দেশগুলোর উচিত ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিয়ে এমন মন্তব্য করলে রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। তিনি বলেন, কোনও সামরিক সহায়তা না দেওয়ার প্রেক্ষিতে মস্কোর সঙ্গে কিয়েভের আলোচনা হতে পারে। বারলুসকোনি মনে করেন, ইউক্রেন অস্ত্র এবং সাহায্যের ওপর নির্ভর করতে পারবে না, এ বিষয়টি উপলব্ধি করতে পারলে মস্কোর সঙ্গে যে কোনও ধরনের চুক্তিতে যেতে পারবে জেলেনস্কি।