ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা, অসুবিধার জন্য ক্ষমা চাইল সংস্থা

author-image
Harmeet
New Update
ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা, অসুবিধার জন্য ক্ষমা চাইল সংস্থা

নিজস্ব সংবাদদাতাঃ আচমকা সমস্যায় পড়তে হচ্ছে বিশ্বের হাজার হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারীকে। ফটো শেয়ারিং এই অ্যাপের অনেক অ্যাকাউন্ট হোল্ডারের অভিযোগ, আচমকা কোনও কারণ না দেখিয়েই তাঁদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। কেউ কেউ আবার তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলেও অভিযোগ জানান। অনেক ব্যবহারকারীকে আবার ৩০ দিনের জন্য অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানানোর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়, আগামীতে কোনও ভুল হলে পুরোপুরি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।



এই ধরনের বিষয়গুলো নিয়ে ইনস্টাগ্রামের কাছে অনেক অভিযোগ যাচ্ছিল। সোমবার সংস্থার তরফ থেকে এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বস্ত করা হয়। পাশাপাশি ব্যবহারকারীদের এই কারণে অসুবিধা হওয়ার জন্য ক্ষমাও চাওয়া হয়।