নিজস্ব সংবাদদাতাঃ চলছে টি২০ বিশ্বকাপ। এরই মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক বোর্ড বিসিসিআই। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট স্কোয়াডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। স্কোয়াডে রয়েছেন- রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্সর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।