জামুড়িয়ায় মাটি থেকে বেরিয়ে এল দেবাদিদেব মহাদেবের প্রাচীন মূর্তি

author-image
Harmeet
New Update
জামুড়িয়ায় মাটি থেকে বেরিয়ে এল দেবাদিদেব মহাদেবের প্রাচীন মূর্তি


হরি ঘোষ: দেবাদিদেব মহাদেবের মূর্তি মাটি থেকে বেরিয়ে আসার খবর পাওয়া মাত্রই প্রতিমা দেখতে উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করেন জামুরিয়া থানার কেন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জঙ্গলে। কেন্দুলিয়া গ্রামের মানুষ ছাড়াও আশেপাশের গ্রামের মানুষও এই শিবমূর্তি দেখতে ভিড় জমায়। মানুষ পূজা শুরু করে। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, গতকাল দুপুরে জঙ্গলে কয়েকজন রাখাল তাদের গরু চরাতে গিয়ে এই দৃশ্য দেখে। এরপর তারা গ্রামবাসীদের খবর দিলে স্থানীয় লোকজন এই দৃশ্য দেখতে ভিড় জমাতে থাকে। জানা যায়, যে জায়গা থেকে এই শিব মূর্তি বের হয়েছে, সেখানে অনেক দিন ধরেই উইঢিপি ছিল, গতকাল হঠাৎ করেই এই মূর্তি দেখা দেয়। স্থানীয় লোকজন জানান, ১১ বছর বয়সী একটি ছেলে প্রতিমাটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছেলেটি মূর্তিটি ধরে রাখতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। প্রায় এক ঘণ্টা পর জ্ঞান ফেরে তার। এই ঘটনার পর থেকে এলাকার মানুষ পুজো শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক হরে রাম সিং। ঘটনাস্থলে পৌঁছেছে জামুরিয়া থানার পুলিশ। শিবমূর্তি অতি প্রাচীন। স্থানীয় লোকজন এখানে একটি শিব মন্দির নির্মাণের কথা বলেন। এই প্রসঙ্গে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং জানান যে, তিনি খবর পান যে মাটির নিচ থেকে শিবের মূর্তি পাওয়া গিয়েছে। কৌতূহল বশত তিনিও এই মূর্তিটি দেখতে এখানে এসেছেন। অপর স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য লোকেদের কাছ থেকেও জানা গেল, এখানে মাটির নিচ থেকে একটি শিবের মূর্তি পাওয়া গিয়েছে। অন্যান্য ভক্তদের মতো তারাও এখানে এসেছেন এই মূর্তিটি দেখতে। এই ঘটনার তথ্য দিতে গিয়ে স্থানীয় পুরোহিত বলেন, "গতকাল মাটির নিচ থেকে এই মূর্তিটি উঠে এসেছে। যা একটি শিশু দেখেছিল। সে এটিকে মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ১ ঘণ্টা পর হঠাৎ অজ্ঞান হয়ে যায়। সে এই মূর্তিটি এখানে রেখে ফিরে যায়। অজ্ঞান অবস্থায় সে বলে, দেবাদিদেব মহাদেব তাঁর মূর্তি এখানে স্থাপন করার নির্দেশ দিয়েছেন"।