এ কোন টুইঙ্কল? চেনেন এনাকে?

author-image
Harmeet
New Update
এ কোন টুইঙ্কল? চেনেন এনাকে?

​নিজস্ব সংবাদদাতাঃ নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেছেন টুইঙ্কল খান্না। ছবিটি তাঁর স্কুল জীবনের। নিউ এরা স্কুলে পড়তেন অক্ষয় ঘরণী অভিনেত্রী। মেরুন রঙের ব্লেজার, নীল টাই পরা ছবিতে টুইঙ্কল দাঁড়িয়ে রয়েছেন তাঁর দুই শিক্ষক ও সহপাঠিদের সঙ্গে। এই ধরনের ছবি আমাদের সকলের কাছেই আছে। আছে টুইঙ্কলের কাছেও। ছবিতে নজর কেড়েছে তাঁর চুলের কাট। তাই নিয়ে লম্বা ক্যাপশনও লিখেছেন রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার কন্যা। লিখেছেন, জীবনের সেরা সময়ের কথা। সহানুভূতির সঙ্গে উল্লেখ করেছেন এই প্যান্ডেমিকের সময়কেও।