নিজস্ব প্রতিনিধি-দক্ষিণ কোরিয়ার তদন্তকারীরা সোমবার ৫০টিরও বেশি সরকারি ও বেসরকারি ক্লোজড সার্কিট টিভি ক্যামেরার ফুটেজ এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া ফুটেজ এর খোঁজ শুরু করেছেন এবং তা খতিয়ে দেখছেন, যে কীভাবে সেই সরু গলিতে আটকে থাকা হ্যালোইন পার্টি-যাত্রীদের মধ্যে একটি ঢেউ কীভাবে বহু মানুষের প্রাণ কেড়েছে তার উত্তর খুঁজছেন তার।
এদিকে দেশটিতে এক সপ্তাহ শোক পালন শুরু হয়েছে,তবে সেই সঙ্গে মৃতের সংখ্যাও আরও বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে। আহত হয়েছেন ১৪৯ জন, যাদের মধ্যে ৩৩ জনের অবস্থা গুরুতর।