নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ চিন সাগর নিয়ে বিতর্ক বহুদিনের। আমেরিকার চোখরাঙানি সত্ত্বেও বরাবরই ওই অঞ্চলে আধিপত্য কায়েম করতে চেয়েছে চিন। বিভিন্ন সময়ে সমরসজ্জাও সাজিয়েছে বেজিং। সেই দক্ষিণ চিন সাগরে এ বার টহল দিতে চলেছে ভারতীয় নৌবাহিনী। আগস্টেই দক্ষিণ চিন সাগরের জলে নামবে ভারত। মাস দুয়েক ধরে চলবে টহলদারি। ভারত মহাসাগরে যখন চিন বিস্তার ঘটানোর চেষ্টা করছে, তখন দক্ষিণ চিন সাগরে ভারতের এই টহলদারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ পলিসি মেনেই এই অভিযান বলে জানানো হয়েছে নৌবাহিনীর তরফ থেকে। সোমবার নৌবাহিনী তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাক্ট ইস্ট পলিসি' মেনে ও বন্ধু দেশগুলির সঙ্গে সামরিক সহযোগিতার কথা মাথায় রেখেই ভারতীয় নেভির ইস্টার্ন ফ্লিট মোতায়েন থাকবে দক্ষিণ চিন সাগরে। আগস্টের শুরু থেকে দু’মাসের জন্য ওই অংশে থাকবে ভারতের রণতরী।’