ব্রিজ বিপত্তিতে নিহতের সংখ্যা পৌঁছলো ১৩২-এ

author-image
Harmeet
New Update
ব্রিজ বিপত্তিতে নিহতের সংখ্যা পৌঁছলো ১৩২-এ

নিজস্ব সংবাদদাতা : গুজরাটের মৌরবি ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ হয়েছে বলে জানালেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংভি। সারারাতে উদ্ধারকর্মীরা মোট ১৭৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে জানা গিয়েছে। এখনও অনেকে নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজে উদ্ধারকাজ জারি আছে। 




জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে শামিল হয় সেনা, বায়ুসেনা এবং নৌবাহিনীও।গুজরাটের মৌরবি জেলার মচ্ছু নদীর উপর ব্রিটিশ জমানার সেতুটি বিগত বেশ কয়েকদিন বন্ধ ছিল রক্ষণাবেক্ষণের কারণে। এরপর কয়েকদিন আগেই ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল এই সেতুটি। এই আবহে রবিবার সন্ধ্যায় সেই ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। সেইসময় ব্রিজে কয়েকশো জন ছিলেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। তাদের মধ্যে প্রচুর শিশু এবং মহিলা ছিল। এই আবহে দুর্ঘটনায় প্রাণ হারান বহু মানুষ। এই দুর্ঘটনায় আহতের সংখ্যাও শতাধিক। এর মধ্যে ১৯ জনের শারীরিক অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।