নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। নিয়োগ করা হবে ভারতীয় রেলের উত্তর-মধ্য শাখায়। অনলাইনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন ২ আগস্ট থেকে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীর আবেদন করতে পারবেন। কোন ট্রেডে কত প্রার্থী নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কত হতে হবে, সবকিছু নিয়ে রইলো বিস্তারিত প্রতিবেদন।
যেসব ট্রেডে প্রার্থী নিয়োগ করা হবে-
ফিটার, ওয়েল্ডার, আর্মিচার উইন্ডার, ম্যাকিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, মেকানিক, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স, ওয়্যারমান, প্লাম্বার, মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, হেলথ সেনিটারি ইনস্পেক্টর, মাল্টিমিডিয়া এবং ওয়েব পেজ ডিজাইনার,MMTM, ক্রেন, Draughtsman, স্টেনোগ্রাফার (ইংরেজি), স্টেনোগ্রাফার (হিন্দি)।
প্রশিক্ষণের সময়- ১ বছর।
শূন্যপদের বিন্যাস-
প্রয়াগরাজ ডিভিশনে- মোট ৭০৩ টি। (মেকানিক বিভাগে- ৩৬৪ ও ইলেকট্রিক বিভাগে ৩৩৯), ঝাঁসি ডিভিশনে- ৪৮০টি, ওয়ার্কশপ ঝাঁসি ডিভিশনে- ১৮৫টি, আগ্রা ডিভিশনে- ২৯৬টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ এবং সঙ্গে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ। ট্রেড ওয়েল্ডার, ওয়্যারমান এবং কার্পেন্টার এর ক্ষেত্রে অন্ততপক্ষে অষ্টম পাস এবং NCVT/ SCVT থেকে আইটিআই (ITI) পাস।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা www.rrcpryj.org এই ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে পূর্ণ করতে হবে। আবেদনপত্রটি পূর্ণ করার সময় প্রার্থীর সমস্ত সার্টিফিকেট, মার্কশিট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট ও ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। সংরক্ষিত প্রার্থী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ০১/০৯/২০২১