হাড্ডাহাড্ডি লড়াইয়ে বলসোনারোকে ছাড়িয়ে গেলেন লুলা

author-image
Harmeet
New Update
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বলসোনারোকে ছাড়িয়ে গেলেন লুলা

নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তাতে বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে পেছনে ফেলেছেন সাবেক প্রেসিডেন্ট বামপন্থী লুলা দা সিলভা। জানা গিয়েছে,  লুলা পেয়েছেন ৫০ দশমিক ১ শতাংশ ভোট। আর ৪৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন বলসোনারো। ২ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ভোটে লুলা পান ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। বলসোনারো পান ৪৩ দশমিক ৩ শতাংশ। তবে নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। আর দ্বিতীয় দফার ভোটে  বর্তমান প্রেসিডেন্টকে পেছনে ফেলেছেন সাবেক প্রেসিডেন্ট। 


সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতান্ত্রিক দেশ ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন লুলা। তবে তাঁকে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নতুন প্রেসিডেন্টের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা-পরবর্তী সময়ে বিপর্যস্ত অর্থনীতির গতি ফেরানো, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করা।