‘ছোট স্বৈরশাসকের’ বিরুদ্ধে জয়ের আশা লুলার

author-image
Harmeet
New Update
‘ছোট স্বৈরশাসকের’ বিরুদ্ধে জয়ের আশা লুলার

নিজস্ব সংবাদদাতাঃ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট দিয়েছেন ব্রাজিলবাসী। রবিবার স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শুরুর পরপরই ভোট দেন দুই প্রার্থী জইর বলসোনারো ও লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাও বেরনার্দো দো ক্যাম্পো শহরে ভোট দেওয়ার পর সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থী প্রার্থী লুলা বলেন, ‘দেশজুড়ে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমি এই নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করছি, ছোট স্বৈরশাসকের (বলসোনারো) বিরুদ্ধে চূড়ান্ত জয় পাব।’ অন্যদিকে রিও ডি জেনিরোতে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি চূড়ান্ত জয়ের ব্যাপারে আশাবাদী। আর এটাই ব্রাজিলের জন্য সবচেয়ে ভালো হবে। আজ ব্রাজিলের জয় হবে।’ রিও ডি জেনিরো শহরে বলসোনারোর সমর্থকেরা জয় উদ্‌যাপনের প্রস্তুতি নিয়েছেন।