নিজস্ব সংবাদদাতাঃ আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যে লংমার্চ শুরু করেছেন, তার তৃতীয় দিন ছিল রবিবার। শান্তিপূর্ণভাবে এ দিনের লংমার্চ শেষ করেছেন ইমরান। তবে বাগ্যুদ্ধে জড়িয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে। প্রধানমন্ত্রী শাহবাজের দাবি, আলোচনায় বসার প্রস্তাব নিয়ে মাসখানেক আগে এক ব্যবসায়ী বন্ধুর মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন ইমরান। কথা বলতে চেয়েছিলেন সেনাপ্রধানের নিয়োগ ও আগাম নির্বাচন নিয়ে। তবে তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজের এমন দাবির কড়া সমালোচনা করেছেন ইমরান। রবিবার মুরিদকে থেকে লংমার্চ শুরু করে দুপুরে সাধোকে পৌঁছে নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে ইমরান বলেন, ‘আমি একজন বুট পলিশারের (শাহবাজ শরিফ) সঙ্গে কেন আলোচনায় বসব?’
সরকারকে সতর্ক করে ইমরান আরও বলেন, ‘ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির দিকে জনসমুদ্র ধেয়ে আসছে। এটা সামলাতে প্রস্তুত থাকুন। জাতির উদ্দেশে একটা কথা বলতে চাই, আমাদের উদ্দেশ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা।’