যৌথভাবে নতুন সেনাপ্রধান বাছাইয়ের প্রস্তাব দিয়েছেন ইমরান: শাহবাজ

author-image
Harmeet
New Update
যৌথভাবে নতুন সেনাপ্রধান বাছাইয়ের প্রস্তাব দিয়েছেন ইমরান: শাহবাজ

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। এক ব্যবসায়ী বন্ধুর মাধ্যমে এক মাস আগে এ প্রস্তাব দিয়েছেন ইমরান। লাহোরে ভ্লগারদের সঙ্গে বৈঠক করেন শাহবাজ শরিফ। এ সময় ভ্লগারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "পিটিআই প্রধান ইমরান খান আলোচনার মধ্য দিয়ে দুটি বিষয় সমাধানের প্রস্তাব দিয়েছেন। প্রথম বিষয়টি হলো সেনাপ্রধানের নিয়োগ এবং দ্বিতীয় বিষয়টি হলো আগাম নির্বাচনের আয়োজন।" আগামী ২৯ নভেম্বর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বর্ধিত মেয়াদও শেষ হবে। শাহবাজ শরিফ আবারও বলে দিয়েছেন, পরবর্তী সেনাপ্রধান নিয়োগের কাজটি সংবিধানের সঙ্গে সংগতি বজায় রেখে করা হবে। শাহবাজ শরিফের ভাষ্যমতে, ইমরান তাঁকে বলেছেন, ‘চলুন একসঙ্গে সেনাপ্রধান নিয়োগ দিই।’ শাহবাজ বলেছেন, ইমরানের এ প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘ইমরান খানকে আমি একটি বার্তা পাঠিয়েছি। বলেছি এটি সাংবিধানিক একটি দায়িত্ব যা প্রধানমন্ত্রীকে সম্পাদন করতে হয়।’