নিজস্ব সংবাদদাতাঃ শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ কোরিয়াজুড়ে। একটা উৎসবের রাত পরিণত হলো শোকের। কে জানতো, হ্যালোইন উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে ১৫৪ জন প্রাণ হারাবেন। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না দেশটির প্রেসিডেন্ট সহ সব শ্রেণির মানুষ। এ ঘটনার পুনরাবৃত্তি যে না ঘটে সব ধরনের ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দিয়েছেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। প্রেসিডেন্ট বলেন, 'ভবিষ্যৎ-এ ধরনের ঘটনা ঠেকাতে স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় কাজ করে যাবে। স্থানীয়ভাবে উৎসব আয়োজনে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করবে যেন সুশৃঙ্খল এবং নিরাপদভাবে পরিচালিত হয়।' ইউন আরও জানান, নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সব ধরনের সহায়তা করা হবে। আহতদের দ্রুত চিকিৎসায় সহায়তা দেওয়া হবে। যারা এ দুর্ঘটনায় মারা গেছেন তাদের জন্য প্রার্থনা করি, আশা করছি আহতরাও দ্রুত সুস্থ হয়ে উঠবেন।