New Update
নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি তিন দিনের গুজরাট ও রাজস্থান সফরে রয়েছেন, তিনি সোমবার আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া তার রোড শো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার সন্ধ্যায় মোরবি কেবল সেতু ধসে ৬০ জনেরও বেশি মানুষ মারা যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার গভীর রাতে বিজেপির গুজরাট মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, "প্রধানমন্ত্রী মোদীর ভার্চুয়াল উপস্থিতিতে যে পেজ কমিটি স্নেহ মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তা স্থগিত করা হয়েছে।" বিজেপির গুজরাটের মিডিয়া আহ্বায়ক ডঃ ইয়াগনেশ দাভে এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, মোরবি ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে আগামীকাল কোনও অনুষ্ঠান করা হবে না।
ndrf
narendra modi
trending news
dead
gujarat
rescue operation
morbi tragedy
page committee sammelan
cancel road show
srp
garud cmmandos
morbi
gujarat bridge collapse
injury
Daily News
SDRF
Civilians
india
Prime Minister
latest news
Air Force