গুজরাটের মোরবিতে বিমান বাহিনীর গারুদ কমান্ডোরা উদ্ধার কাজে নিযুক্ত

author-image
Harmeet
New Update
গুজরাটের মোরবিতে বিমান বাহিনীর গারুদ কমান্ডোরা উদ্ধার কাজে নিযুক্ত

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার গুজরাটের মোরবিতে একটি তারের সেতু ধসে পড়ার পর বিমান বাহিনীর গারুদ কমান্ডোদের উদ্ধার কাজে নামানো হয় বলে জানিয়েছে রাজ্য তথ্য বিভাগ। ৬০ জনেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া দুর্ভাগ্যজনক ঘটনার পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার অভিযানের জন্য ডাকা হয়েছিল। তথ্য দফতর সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার ৩০ জন কর্মী-সহ দু'টি কলাম সেনা জওয়ান ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের কাছ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য তাত্ক্ষণিক নির্দেশের পরে, ভারতীয় নৌবাহিনীর ৫০ জন কর্মী সহ এনডিআরএফের তিন প্লাটুন, নিকটবর্তী এলাকা থেকে ১০৮ টি অ্যাম্বুলেন্স, বিমান বাহিনী জামনগরের গারুদ কমান্ডো, আইএএফ-এর ৩০ জন কর্মী সহ দুই কলাম সেনা কর্মী এবং ফায়ার ব্রিগেডের সাতটি দল রাজকোট থেকে উন্নত সরঞ্জাম নিয়ে মোরবির উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়া এসডিআরএফের ৩ জন এবং রাজ্য রিজার্ভ পুলিশের (এসআরপি) দুই প্লাটুনও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য মোরবিতে পৌঁছেছেন। চিকিৎসার জন্য রাজকোট সিভিল হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ডও স্থাপন করা হয়েছে।