নিজস্ব সংবাদদাতাঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। দেশটির প্রেসিডেন্ট রবিবার তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে, মোগাদিসুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এ ঘটনার পেছনে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে দায়ী করেছেন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ।