নিজস্ব সংবাদদাতাঃ গতকাল হয়েছে কলকাতা ডার্বি। এবার দোরগোড়ায় মিনি ডার্বি। কলকাতা ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইস্টবেঙ্গল। ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। লাইন দিয়ে টিকিট কাটছেন ফুটবল অনুরাগী মানুষ। মহামেডানের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শুরু করে দেওয়া হয়েছে কাউন্টডাউন।