Chhat Puja 2022: কলকাতার ঘাটে ঘাটে উপচে পড়ছে ভিড়

author-image
Harmeet
New Update
Chhat Puja 2022: কলকাতার ঘাটে ঘাটে উপচে পড়ছে ভিড়




নিজস্ব সংবাদদাতাঃ
ছট পুজোকে ঘিরে কলকাতার ঘাটে ঘাটে উপচে পড়ছে ভিড়। সূর্য ডোবার মুখে ভক্তরা সূর্যকে নমস্কার করছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। আজ ছট উৎসবের তৃতীয় দিন। ৩৬ ঘণ্টার নির্জলা ব্রত ও ছটের মূল পুজো শুরু হয়েছে গতকাল সন্ধ্যা থেকে।