নিজস্ব সংবাদদাতাঃ সিরি এ-তে পরপর জিতে চলেছে ইন্তার মিলান। সাম্পদোরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে ইন্তার। সাম্পদোরিয়ার বিরুদ্ধে গোল তিনটি করেছেন যথাক্রমে স্তেফান দে ভ্রিজ, নিকোলো বেরেলা এবং জ্যাকুইন কোরেয়া। সিরি এ ক্রম তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইন্তার। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। শেষ চার ম্যাচে জিতেছে ইন্তার।